Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কুষ্টিয়া জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি (DCLMC) এর ৫ম সভার নোটিশ
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

উপ-মহাপরিদর্শক এর কার্যালয়

৪০/, মাহতাব উদ্দিন সড়ক,পুরাতন কাটাইখানা মোড়, কুষ্টিয়া-৭০০০।

www.dife.gov.bd

 

স্মারক নং-৪০.০১.৫০০০.০০০.১৮.০০৩.১৮                                                                    তারিখঃ ০৫/০২/২০২০ খ্রিঃ

 

সভার নোটিশ

 

এতদ্বারা “জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি (DCLMC)’ এর সকল সদস্যকে জানানো যাচ্ছে যে, আগামী ১০/০২/২০২০ তারিখ, সোমবার বেলা ১২:৩০ ঘটিকায় মাননীয় জেলা প্রশাসক, কুষ্টিয়া মহোদয়ের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে “ কুষ্টিয়া জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি”র ৫ম সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সকল উপদেষ্টা মন্ডলী ও সদস্যগনকে যাথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

মোঃ হাসিবুজ্জামান

উপ-মহাপরিদর্শক

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর,কুষ্টিয়া।

এবং

সদস্য সচিব

জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি, কুষ্টিয়া

                                               

                   

                                                                  

 

 

 

 

 

বিতরণঃ জ্ঞাতার্থে/কার্যার্থে (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়)                                       

০১। মাননীয় সংসদ সদস্য, কুষ্টিয়া-১ ও উপদেষ্টা, জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি, কুষ্টিয়া।

০২। মাননীয় সংসদ সদস্য, কুষ্টিয়া-2 ও উপদেষ্টা, জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি, কুষ্টিয়া।

03।মাননীয় সংসদ সদস্য, কুষ্টিয়া-৩ ও উপদেষ্টা, জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি, কুষ্টিয়া।

০৪।মাননীয় সংসদ সদস্য, কুষ্টিয়া-৪ ও উপদেষ্টা, জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি, কুষ্টিয়া।

০৫।মাননীয় জেলা ও দায়রা জজ, কুষ্টিয়া (একজন প্রতিনিধি প্রেরণের জন্য অনুরোধ করা হলো)।

০৬। জেলা প্রশাসক, কুষ্টিয়া ও সভাপতি, জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি, কুষ্টিয়া

০৭। পুলিশ সুপার, কুষ্টিয়া

০৮। সিভিল সার্জন, কুষ্টিয়া

০৯। পরিচালক/উপ-পরিচালক, স্থানীয় সরকার, কুষ্টিয়া।

১০। সচিব, জেলা পরিষদ, কুষ্টিয়া।

১১। উপ পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, কুষ্টিয়া।

১২। উপ পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, কুষ্টিয়া।

১৩। উপ পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, কুষ্টিয়া।

১৪। জেলা শিক্ষা অফিসার, কুষ্টিয়া।

১৫। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, কুষ্টিয়া।

১৬। জেলা কর্মকর্তা, উপানুষ্ঠানিক শিক্ষা, কুষ্টিয়া।

প্রকাশের তারিখ
09/02/2020

                                                                                 


     

   কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

উপমহাপরিদর্শকের কার্যালয়, কুষ্টিয়া

৪০/১, মাহাতাব উদ্দিন সড়ক, পুরাতন কাটাইখানা মোড়, কুষ্টিয়া

E mail: digkushtia@gmail.com

 [অধিক্ষেত্র : কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলার সমগ্র এলাকা]